রাঙামাটির লংগদুতে নানান অনিয়মের অভিযোগে কৃষি ব্যাংকে দুদকের অভিযান

নানান অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংক, লংগদু শাখায় অভিযান পরিচালনা করেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ব্যাংকে অভিযান পরিচালনা করেন, রাঙ্গামাটি জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক মোঃ রাজু আহম্মেদের একটি টিম।

অভিযান পরিচালনাকালে দুদক, উপসহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু সাদেক সহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন জানান, ‘আমরা বিভিন্ন দিক যাচাই-বাছাই করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ব্যাংকের বিভিন্ন রেকর্ডে ভুয়া দলিল, জাল স্বাক্ষর ও জালিয়াতির মাধ্যমে ৬০ কোটি টাকার অধিক ভুয়া লোন নেওয়ার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিষয়গুলো যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’

দুদক কর্মকর্তারা আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।