নওগাঁ-১ আসনের বিএনপি দলীয় মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ-মোস্তাফিজুর রহমানের সমাবেশ

নওগাঁ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক নওগাঁ জেলা বি এন পির সহসভাপতি, জেলা বিএনপির সদস্য নওগাঁ-১ আসনের বিএনপি দলীয় মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ-মোস্তাফিজুর রহমান পোরশা সমাবেশে বলেন ধানের শীষ বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’।

এখন আমাদের দায়িত্ব, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গতকাল রবিবার (২৩ নভেম্বর) বিকালে পোরশা উপজেলার সারাইগাছি স্কুল মাঠ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, মোঃ-মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন।

পোরশা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বি এন পির যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু।,,

সাপাহার উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক চৌধুরী বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. মাসুদ রানা। বক্তব্য দেন, পোরশা উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম এবং জেলা যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ।

এসময় পোরশা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক বকুল, জিয়া সৈনিক দলের সভাপতি ওয়াসিম মণ্ডল ও প্রচার সম্পাদক খোরশেদ আলম বাবু, নিতপুর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, তারেক জিয়া পরিষদের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহীন মোন্না খোকা, সাপাহার উপজেলা বিএনপির শহর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

উপজেলা যুবদলের সদস্য সায়েদ মিজান রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, আইহাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নিয়ামতপুর উপজেলা বিএনপির ওলামা দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সেলিম এবং জেলা যুবদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ তিন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোঃ সেন্টু-মানিকপাটন, মোঃ নবিজুল ইসলাম-মানিকপাটন, মোঃ ফন্টু-মানিক পাটন, মোঃ আকতার হোসেন (ভুলু)-শালবাড়ী, মোঃ আনোয়ার হোসেন-কালাই ডাঙ্গা ও আরো অনান্য বি,এন,পি নেতা-কর্মী।