ভালোবাসা ও আন্তরিকতায় মানুষের মন জয় করেছেন মাওলানা আবুল কালাম আজাদ

খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ দলমত–নির্বিশেষে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন আন্তরিকতা, বিনয় ও ভালোবাসার মাধ্যমে।

উপকূলীয় কয়রার সর্বদক্ষিণে দক্ষিণ বেদকাশী থেকে পাইকগাছার সর্বউত্তরের কপিলমুনি পর্যন্ত সর্বত্র তিনি ইসলামের দাওয়াত, ন্যায়ের রাজনীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে যাচ্ছেন দিন-রাত নিরলসভাবে।

২৩ নভেম্বর (রবিবার) তিনি পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন কয়রা–পাইকগাছা জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকূলীয় অঞ্চলে দুর্যোগ–দুর্বিপাকের সময়ে মানুষের পাশে থাকার জন্য মাওলানা আবুল কালাম আজাদের সুনাম রয়েছে দীর্ঘদিন ধরে। তিনি গড়ইখালীর রিষীবাড়ী বাজারে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন। এসময় তিনি তাদের সার্বিক খোঁজখবর নেন এবং নিরাপত্তা, সম্প্রীতি, সহাবস্থান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগকালে গড়াইখালী ইউনিয়নের সাবেক সদস্য বাবু পরিমল মণ্ডল বলেন, “অর্থ আর পেশিশক্তির জোরে নয় ভালোবাসা, আন্তরিকতা আর সম্মান দিয়ে মানুষের মন জয় করেছেন মাওলানা আবুল কালাম আজাদ। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরও এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ভয়–হুমকির মুখে পড়েনি।

দাঁড়িপাল্লার প্রার্থী আমাদের সবাইকে আগলে রেখেছেন। সামনে দলমত নির্বিশেষে একসঙ্গে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবো।”

এবিষয়ে মাওলানা আজাদ বলেন, “কয়রা–পাইকগাছার প্রতিটি মানুষ—হিন্দু, মুসলিম, আদিবাসী, ধনী–গরিব—সবাই আমার আপনজন। আমি মানুষের নেতা হতে চাই। শান্তি, ন্যায় ও কল্যাণভিত্তিক একটি ইসলামি সমাজ গঠনে আপনাদের সবার সহযোগিতা চাই।

দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষও স্বত:স্ফূর্তভাবে। স্থানীয়দের মধ্যে তার প্রতি অনুরাগ, আস্থা ও গ্রহণযোগ্যতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে এমন মন্তব্যও করেন এলাকাবাসী।