মিথ্যা মামলায় জামিন পেল বগুড়ার শিবগঞ্জের সাংবাদিক দম্পতি

মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা থেকে জামিন পেল শিবগঞ্জের সাংবাদিক দম্পতি।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বগুড়ার শিবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪১৪সি/২০২৫ নং মামলায় জামিন নিতে আদালতে গেলে হাকিম সাদিয়া আফসানা রিমা শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ জুন ২০২৫ ইং তারিখে জমাজমি সংক্রান্ত বিরোধে এ মামলা করে পিরব ইউনিয়নের সিহালী দক্ষিণপাড়া গ্রামের মৃত: হোসেন আলীর পুত্র হায়দার আলী।

এ মামলায় শিবগঞ্জের দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তৌহিদ মন্ডল, তার স্ত্রী খাতিজা ও শাশুড়ীসহ ১১জন আসামিকেই জামিন দেওয়া হয়।

মামলার বিষয়ে নারী উদ্যোক্তা খাদিজা বলেন, আমাদেরকে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলক ভাবে বারবার হয়রানি করার জন্য মামলা করছে। আমার বাবা মৃতঃ ওসমান আলী মন্ডল আছির উদ্দিনের নিকট থেকে ৫০ বছর পূর্বে ৪২ শতাংশ জমি ক্রয় করছিলো। এরপর ২০০৬ সালে আমাদের ৫বোনের নামে লিখে দিলে আমরা ভোগদখল করে আসছি। প্রতিপক্ষরা বেআইনি ভাবে অংশীদার দাবী করে এ মামলা করেছিলো।