মঠবাড়িয়া উপজেলা পরিদর্শনে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক

পিরোজপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন করেছেন। গত ১৮ নভেম্বর নতুন কর্মস্থলে যোগদানের পর ২৪ নভেম্বর (সোমবার) জেলার ৭টি উপজেলার মধ্যে মঠবাড়িয়া উপজেলা প্রথম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কর্মসূচীর অংশ হিসেবে উল্লেখযোগ্য ছিল মঠবাড়িয়া উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা,খাস মহল লতীফ ইন্সটিটিউশন সহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন,এসিল্যান্ড অফিস পরিদর্শন এবং বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একতলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে সকাল ১১টায় মতবিনিময় সভা শুরু হয়। মঠবাড়িয়া উপজেলা পরিষদের নতুন ভবনের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রথমে মঠবাড়িয়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম।

এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভুঞা জনি,সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শামীম মিয়া মৃধা, সাবেক আহবায়ক রুহুল আমিন দুলাল, জামায়াত ইসলামী,ইসলামী আন্দোলন গণঅধিকার পরিষদ ও এনসিপির নেতৃবৃন্দ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।