ব্রুনাইয়ের জালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ৮ গোলের দাপুটে জয়

তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর ব্রুনাই দারুসসালামকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে লাল-সবুজের তরুণরা আবারও প্রমাণ করল—বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। রিফাত ও অপুর জোড়া গোল, সঙ্গে মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফের নিখুঁত ফিনিশিং—মোটকথা পুরো ম্যাচজুড়ে ছিল টোটাল ফুটবলের দুর্দান্ত প্রদর্শনী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বাংলাদেশ। ফয়সালের কাটব্যাক থেকে অপুর গোল, রিফাতের একক কৌশল, রিদুয়ানের তৈরি আক্রমণ থেকে ফয়সালের শট, মানিকের দূরপাল্লার বুলেট—প্রথমার্ধেই ব্রুনাই ছিল বিধ্বস্ত। বিরতির পরও থামেনি লাল-সবুজের তাণ্ডব। অপুর দ্বিতীয় গোল, রিবাউন্ডে রিফাতের গোল, এরপর আলিফ ও বায়েজিদের নিখুঁত ফিনিশ—শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় ৮-০।
কিন্তু এই দুর্দান্ত সাফল্যের নেপথ্যে আছেন এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব—বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ম্যানেজার সামিদ কাসেম।
দলের প্রতি তাঁর সূক্ষ্ম চিন্তা, কৌশলগত পরিকল্পনা, খেলোয়াড়দের প্রতি অটল বিশ্বাস এবং নেতৃত্বের দৃঢ়তা পুরো দলের পারফরম্যান্সকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। মাঠের প্রতিটি সফল মুহূর্তে তাঁর দূরদর্শী ব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। তাঁর হাত ধরেই দল হয়েছে আরও আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ এবং আক্রমণাত্মক। এই বিশাল জয় নিঃসন্দেহে সামিদ কাসেমের দক্ষ পরিচালনার উজ্জ্বল প্রমাণ।
উল্লেখ্য যে— সামিদ কাসেম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা তাসভীর উল ইসলামের পুত্র এবং দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান কাসেম গ্রুপের একজন পরিচালক।
তাঁর এমন নেতৃত্ব শুধু দলকেই নয়, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতকেও শক্ত ভিত তৈরি করে দিচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন






