উপকূলীয় জনগণের উন্নয়নে দিন-রাত গণসংযোগে ব্যস্ত মাওলানা আবুল কালাম আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ দিন-রাত একটানা মাঠে আছেন।

উপকূলীয় জনপদের মানুষদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি কয়েকদিন ধরেই কয়রা ও পাইকগাছার বিভিন্ন গ্রাম–পাড়া–মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সাধারণ মানুষসহ কৃষক, জেলে, শ্রমজীবী, তরুণ ও প্রবীণ—সব শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যাবলি মনোযোগসহকারে শুনছেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড লক্ষ্মী খোলায় গণসংযোগে অসংখ্য নারী-পুরুষ, শিক্ষিত-অশিক্ষিত মানুষ তার গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এসে তাঁর বক্তব্য শ্রবণ করছেন। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন—পুরো পরিবেশ ছিল উচ্ছ্বসিত ও প্রত্যাশামুখর।

গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,
“উপকূলীয় এই অঞ্চলের মানুষ বছরের পর বছর অবহেলা, দুর্বল অবকাঠামো, বাঁধ ভাঙন, যোগাযোগ সংকট—সবকিছু মিলিয়ে চরম দুর্ভোগে রয়েছে। আমি মানুষের দুঃখের সাথী হতে চাই। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এ এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষাব্যবস্থা ও জীবিকায়ন পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”

তিনি বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, সাইক্লোন সেন্টার, স্কুল-কলেজের সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা সহ নানান সমস্যাও সরেজমিন পরিদর্শন করেন। মানুষজন তাঁর কাছে দ্বিধাহীনভাবে নিজেদের অভিযোগ, প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

স্থানীয়রা জানান, “দীর্ঘদিন পর একজন প্রার্থী এভাবে ঘরে ঘরে এসে সত্যিকারের মানুষের কথা শুনছেন। আমরা মনে করছি তিনিই এলাকার জন্য কাজ করতে পারবেন।”

নির্বাচন সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন জোরদার করতে মাওলানা আবুল কালাম আজাদ নিরলসভাবে এলাকাজুড়ে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচারণা ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।