গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচন ও গণভোটে ব্যবহারের জন্য পৃথক রঙের ব্যালট রাখা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা রঙের। আর গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট।”

তিনি আরও জানান— ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচনী সরঞ্জামাদি ১০টি জোনাল অফিসের মাধ্যমে মাঠ পর্যায়ে পাঠানো হবে। প্রবাসী ভোটারদের জন্য একই ইনভেলাপে ব্যালট পাঠানোর ব্যবস্থা থাকবে।

আখতার আহমেদ আরও বলেন, “আগামী শনিবার মক ভোটের ব্যবস্থা করা হবে। এরপর দেখা হবে—ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কিনা।”