নরসিংদীর শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদন্ড

নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ইটখোলা নামক স্থানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পপরিচালক মোঃ বদরল হুদা জানান, নরসিংদী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব এঁর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে শব্দদূষণকারী যানবাহনের বিরদ্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় ২টি যানবাহনের বিরদ্ধে অর্থদ ও ৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা মোতাবেক প্রণীত শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬ বিধি লঙ্ঘনের দায়ে ২টি মামলায় মোট ৫ হাজার ৫ শত টাকা অর্থদ আরোপ ও আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মুনসুর মোলা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন









