বগুড়ার শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রদর্শনী অনুষ্ঠিত

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদর্শনী মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রদর্শনী মঞ্চে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান আলী ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ। এছাড়াও বিভিন্ন খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রাণিসম্পদ খাতে দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ দুধ ও মাংস উৎপাদন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব এবং এতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর, দুধ ও দুগ্ধজাত পণ্যসহ প্রাণিসম্পদ উন্নয়নে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির একাধিক স্টল স্থান পায়। দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় এবং খামারিরা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারি ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সফল খামারি ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
















