সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণী সম্পদে হবে উন্নতি” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হকের সভাপতিত্বে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন ও প্রদর্শনী সপ্তাহ’র সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, দৌলতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান শামসুল হক, বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ কুমার দেবসহ স্থানীয় খামারীগণ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এসময় স্থানীয় খামারিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ পুরস্কার বিতরণ করেন এবং প্রাণিসম্পদ খাতে উন্নয়নের জন্য সরকার বেশ কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন। প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা, র‌্যালি ইত্যাদি। প্রাণিসম্পদ পদক প্রদান প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ব্যক্তিদের প্রাণিসম্পদ পদক প্রদান দেশীয় জাতের প্রাণিসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ। প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ উৎপাদন করতে পারে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নের জন্য সরকারের একটি নীতি প্রণয়ন করেছে।

এছাড়াও, সরকার প্রাণিসম্পদ খাতে বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সপ্তাহ জুড়ে নানা ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।