মঠবাড়িয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি – প্রাণিসম্পদে হবে উন্নতি’।
কর্মসূচির প্রথম দিন ৩০টি স্টলে গাভী,বকনা বাছুড়, বাছুড়, ছাগল, ভেড়া,মহিষ,ষাঁড়,ঘোড়া,হাঁস-মুরগি, কবুতর,তিতির এবং টাইগার মুরগি নিয়ে প্রান্তিক পর্যায়ের খামারিরা প্রদর্শনীতে অংশ নেয়। সৌখিন প্রাণি হিসেবে কয়েকজন খামারিকে প্রদর্শনীতে বিড়াল ও কুকুর নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে ২ ডিসেম্বর।
প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল সড়ক র্যালী, আলোচনা সভা,উদ্বোধন ও প্রাণি সম্পদ প্রদর্শনী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিনেশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ এবিএম জুনাইদ রহমান।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুন্নাহার সুমী, মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক – সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের খামারি ও উদ্যোক্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন














