নেত্রকোনার মদনে ভয়াবহ অ*গ্নিকান্ডের তদন্ত কমিটি
নেত্রকোনার মদনে আলহাজ¦ মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।
এর আগে বুধবার বিকালে জেলা প্রশাসক মোঃ সাইদুর রহমানের স্বাক্ষরিত এ কমিটি গঠন হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পুলিশ সুপারের প্রতিনিধি সাহিদুর রহমান, অলিদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার,মদন,হাফিজুর রহমান উপ-সহকারী পরিচালক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,নেত্রকোনা, মুহাম্মদ রহুল আমীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নেত্রকোনা।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে সার্বিকভাবে ঘটনার ক্ষয়ক্ষতি এবং কিভাবে অগ্নিপাতের সূত্রপাত হল এ বিষয় গুলো পর্যালোচনা করছি। আমাদের তদন্ত চলমান আছে এবং সরকারের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের পাশে সার্বক্ষণিক রয়েছি। তদন্তের মাধ্যমে একটি সুপারিশসহ আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিংসসহ উপস্থাপন করব।
জানা যায়, বুধবার সকালে ১৩ পোশাক বস্ত্রালয় পুড়ে ছাঁই হয়। ওই দিন আনুমানিক সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে আলহাজ মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটের প্রায় ১৭ টি দোকানে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক এ তদন্ত কমিটি গঠন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















