যশোরের রাজগঞ্জে বেকারীর উপর রোডের গাছ পড়ে ব্যাপক ক্ষতি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে নিউ ভাই ভাই বেকারীর কারখানার উপর রোডের একটি রোডশিশু গাছ উপড়ে পড়ে বেকারীটি ভেঙ্গে চুরে গেছে। এতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জানাগেছে- রবিবার (২৭ জুলাই) দুপুরে রাজগঞ্জে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয় এবং বাতাস হলে রাজগঞ্জ কলেজ মোড়ে মনিরামপুর সড়কে বেকারীর সামনে থাকা বড় একটি রোডশিশু গাছ উপড়ে বেকারীর মেইন কারখানার উপর পড়ে। এতে বেকারীর ভিতরে থাকা সকল মালামাল, মেশিনাদি, বেকারীর ছাউনি, চুলা ভেঙ্গে চুরে যায়। বেকারীর ভিতরে তৈরি করা সব মালামাল নষ্ট হয়ে গেছে। বেকারীর মালিক মোঃ আশানুর রহমান জানান- গাছটি বেকারীর উপড় পড়ে বেকারীটিবিস্তারিত

উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা পেলেন যবিপ্রবির শিক্ষকবৃন্দ

উচ্চশিক্ষার জন্য বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (২৭ জুলাই) রোববার দুপুর ২ টায় যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় উচ্চশিক্ষার জন্য গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে যোগদানকৃত শিক্ষকবৃন্দের শুভেচ্ছা ও সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। আজকের অনুষ্ঠান তাঁদেরবিস্তারিত

নেত্রকোনায় বাবরকে জড়িয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠানে নেত্রকোনায় কালেক্টর মাঠে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসিরু উদ্দিন পাটোয়ারী বিএনপি সরকারের আমলে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ মন্তব্য করেন এনসিপি নেতা নাসিরু উদ্দিন পাটোয়ারীর। এর প্রতিবাদে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলায় মদনে পৌর বিএনপি ও উপজেলা বিএনপির সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক এই প্রতিবাদ সমাবেশ করেন। বিকেলে বিএনপির নেতা-কর্মীরা মদন উপজেলার দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে গিয়ে শেষবিস্তারিত

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আল আমিন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। আল আমিন মিয়া পশ্চিম খাটিয়ামারী গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিল। স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে আল আমিন বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময়েও ভেসে না ওঠায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সাঘাটা থানার ভিতরে সিজু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

সাঘাটা থানার ভেতরে সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। (২৬ জুলাই) শনিবার বিকেল ৫ টার দিকে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদরের দুলাল মিয়ার ছেলে। মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাধারণ মানুষ থানায় গিয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে জনগণ বিচার পাবে কোথায়?” তারা অভিযোগ করেন, সিজু মিয়া থানায় গেলে তাকে হত্যা করা হয়, অথচ পুলিশ বলছে এটি ‘মানসিক ভারসাম্যহীন ’। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবিবিস্তারিত

সাতক্ষীরার শ্যামনগরে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগরে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকেল ৫ টায় আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী ইজিবাইক স্ট্যান্ডে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান, আলী মুরতাজা এবং নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান। বক্তারা ইসলামী শ্রমনীতি ও শ্রমিক কল্যাণেরবিস্তারিত

বগুড়ার শিবগঞ্জে মাদক সেবনে প্রতিবাদ, কলেজ শিক্ষার্থীকে বেধড়ক মারপিট

বগুড়ার শিবগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের প্রতিবাদ করায় এক কলেজ শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে কলেজ শিক্ষার্থী ফেরদৌসকে (২২) মারপিট করলে আহত অবস্থা তাকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়। প্রতিকার পেতে ঐ দিন রাতেই ফেরদৌসের ভাই রফিকুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছে। আহত ফেরদৌস উপজেলার ছাতিয়ানপাড়া গ্রামের আফতাব উদ্দীনের ছেলে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কলেজ ছাত্র ফেরদৌস (২২) একই গ্রামের আনিছুর রহমান ঠান্ডার ছেলে ফিরোজ ও আব্দুর রহিমসহ অন্যান্যদের মাদক সেবন ও বিক্রিবিস্তারিত

১৪ বিজিবি! নওগাঁর পত্নীতলা সীমান্তে ফেন্সিডিল আটক করেছে

নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির অধীনস্থ শীতলমাঠ বিওপির তেপুকুরিয়া গ্রামের সীমান্তে রোববার (২৭ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল আটক করেছে ১৪ বিজিবি টহল দল। জানাগেছে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান চলিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় আটক করেছে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবংবিস্তারিত

সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের সামনে পুরাতন যানবাহন অপসারণে মোবাইল কোর্ট

সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় পুরাতন যানবাহন অপসারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। রবিবার (২৭ জুলাই) সাতক্ষীরা শহরের অদূরে সরকারি মহিলা কলেজের সামনে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২০ বছরের অধিক পুরাতন একটি মিনিবাস (বগুড়া- ব-৪৮০৩) আটক এবং কাগজপত্র হালনাগাদ না থাকায় একটি ট্রাকের বিরুদ্ধে দুইটি মামলায় ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএর সমন্বয়ে পরিচালিত এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবিস্তারিত

বগুড়ার শিবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা পেলো সম্মাননা

বগুড়ার শিবগঞ্জে ২০২২-২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজন এ সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহি অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ বেল্লাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গেলাম মাহবুব মোর্শেদ, উপজেলা কৃষি অফিসার আঃ হান্নান, জেলা সহকারি শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন,বিস্তারিত

রংপুরের ‎পীরগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে ৪ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। রন বিশ্বসাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীর সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দীন শাহ্, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম, বাংলাদেশবিস্তারিত

প্রান্তিক জনগোষ্ঠির মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কফি ও কাজুবাদাম চারা বিতরণ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহীত কফি ও কাজুবাদাম বাগান সম্প্রসারন প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র্য হ্রাসকরণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ১৪ টি পাড়ায় ২৮৮ পরিবারের মাঝে ১ লক্ষ ৩৩ হাজার ৯২০ টি কফিচারা ও ১ লক্ষ ৬ হাজার ৫৬০ টি কাজুবাদাম চারা বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার শনিবার (২৬ জুলাই) চারা রোপন ও বিতরণ উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন সাজেক উপত্যকার সহায় সম্বলহীন জুমিয়া চাষীদের কথা চিন্তা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্ঠা মহোদয়ের ঐকান্তিকবিস্তারিত

প্রাণনাশের হুমকি মিথ্যা ও অপপ্রচার: সহ- সমন্বয়ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহ-সমন্বয়কের বিরুদ্ধে। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সেই সহ- সমন্বয়ক গোলাম রব্বানী। রবিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগে তিনি শাস্তির দাবি করেন। জানা যায়, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ভুক্তভোগী বুরহান মিয়া বলেন, গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে এক মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কলদাতা পরিচয় গোপন রেখে বলেন “তুমি ক্যাম্পাস থেকেবিস্তারিত

ময়মনসিংহের গৌরীপুরে শ্রেষ্ঠ ২০ শিক্ষার্থী পেল পুরস্কার

ময়মনসিংহের গৌরীপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (পিবিজিএসআই), এসইডিপি’র পুরস্কার পেল উপজেলার শ্রেষ্ঠ ২০জন শিক্ষার্থী। রবিবার (২৭ জুলাই) সকালে স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। একাডেমিকবিস্তারিত

জয়পুরহাটের পাঁচবিবিতে চুরির হিড়িক! দুই রাতে ১১ বাড়ীতে দূর্ধর্ষ চুরি

জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন স্হানে সম্প্রতি চুরি ঘটনা বৃদ্ধি পেয়েছে। গতকাল (২৬ জুলাই) শনিবার দিবাগত রাতে ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে একই রাতে ৪ টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঐ চার বাড়ী থেকে স্বর্নলংকার, নগদ টাকা সহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া কদিন আগে উপজেলার অন্য এক গ্রামের ৭ বাড়িতে একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে। শ্রীমন্তপুর গ্রামের ভুক্তভোগী আঃ জব্বারের পুত্র মাহমুদুন নবী কলম মাস্টার জানান, শনিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের মত ঘুমাতে গেলে রাতের কোন এক সময়ে চোরেরা বাড়ীর ঘরের জানালা কেটে ঘরের ভিতরবিস্তারিত

সিলেটে বিদ্যুত বিভ্রাট, ১০ দিন ধরে বন্ধ কুমারগাঁও স্টেশন

সিলেট শহরে গত দুই সপ্তাহের বেশি ধরে সিলেটে বিদ্যুত বিভ্রাট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টার সিলেট নগরী অন্ধকারে কাটাতে হচ্ছে। কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার স্টেশনটি টানা ১০ দিন ধরে বন্ধ থাকায় নগরজুড়ে দেখা দিয়েছে লোডশেডিং। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা গেছে, পাওয়ার স্টেশনের একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছে। যেহেতু যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়, তাই কবে নাগাদ এটি মেরামত হয়ে পুনরায় চালু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিউবো সিলেট অঞ্চলেরবিস্তারিত

সভাপতি এম এ হাসান ও সম্পাদক আব্দুল হাকিম

সাতক্ষীরা চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) চালতেতলা বাজারস্থ হাজী সোহারাব আলী মসজিদ মার্কেটে বেলা ১২টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে ২০০ ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মোঃ নজিবুল ইসলাম। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে এড. এমএ হাসান ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃবিস্তারিত

কলারোয়ার তপন কুমার পূজা উদ্‌যাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার তপন কুমার রায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তপন কুমার বসু স্বাক্ষরিত ৮ জুলাই ২০২৫ ইং তারিখের এক অন্তর্ভুক্তি করণ বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চত করা হয়। সিঙ্গাপুর প্রবাসী তপন কুমার রায় বর্তমানে সিঙ্গাপুরস্থ সাইম্যাস প্রাইভেট লিমিটেড এর অপারেশন ডিরেক্টর হিসেবে নিযোজিত রয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের হরেন্ত্রনাথ রায এর কনিষ্ঠ পুত্র। গত ২৫ জুলাই ২০২৫ ইং তারিখে তপন কুমার রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেবিস্তারিত

সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ

সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চাকে আরও কার্যকর করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আবাসিক মোবাইল সাংবাদিকতা (MoJo) প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৬ জুলাই ২০২৫ পর্যন্ত। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচিত ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ, সম্পাদনা, স্ক্রিপ্ট রচনা, ভয়েস ওভার, ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে হাতে-কলমে আধুনিক সাংবাদিকতার কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলা থেকে অংশ নেন দৈনিক আলোকিত সকালের বিশেষবিস্তারিত

কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, অব্যস্থাপনায় জলাবদ্ধতার কারণ

সাতক্ষীরার কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তলিয়ে গেছে হাসপাতাল, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বর। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যান চালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ব্যাপক ক্ষতি হয়েছে চাষীদেরও। জানা গেছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত নগরায়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, মানুষসৃষ্ট কৃত্রিম অব্যস্থাপনা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা ও আবর্জনার ভাগাড়ের কারণে যেখানে সেখানে জলাবদ্ধতার অন্যতম কারণ। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পৌরসদরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকার মানুষেরবিস্তারিত

খুলনার তেরখাদায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পারভেজ মল্লিকের মতবিনিময়

খুলনার তেরখাদায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সভাপতি পারভেজ মল্লিক। বৃহস্পতিবার বিকালে তেরখাদা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কমান্ডার শেখ শহিদুর রহমান এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় পারভেজ মল্লিক বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ তেরখাদার সকল নাগরিকদের সেবা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক আপনাদের সহযোদ্ধা। আমি আপনাদের সন্তানের মতো। দীর্ঘ এক যুগের বেশি সময় আমি প্রবাস জীবন থেকে এখন আপনাদের সেবায় ফিরে এসেছি।’বিস্তারিত

রাঙামাটিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন

রাঙামাটি জেলার সদর উপজেলার আসামবস্তি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রথম পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। এসময় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, এবং আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহ সহ অন্যান্য সদস্যরা। উদ্বোধনের পর অধিনায়ক মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে আয়োজিত একবিস্তারিত

জুলাই শহীদদের স্মরণে শেরপুর জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী কর্মসূচি

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার স্কাউটসের আয়োজনে শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে স্মরণ করা হয়েছে জুলাই শহীদদের। শনিবার (২৬ জুলাই) শেরপুর সরকারি মহিলা কলেজ ভেন্যুতে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় জেলা রোভারের পতাকা উত্তোলন, ক্রু মিটিং, শোক র‍্যালি, দোয়া মাহফিল, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা পর্বে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও দেশের জন্য তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা ট্রাফিক সেবা দিয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশ স্কাউটসবিস্তারিত