অতীতের নির্বাচনগুলোতে কোনো অভিযোগ ছিল না : ইসি কমিশনার
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। প্রার্থী বা দলের কোনো নেতাকর্মী যদি ভোটারদের কোনোভাবে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে, তাহলে নির্বাচনী আইনের সবচেয়ে কঠোরতা বিধান প্রয়োগ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (০৪ মার্চ) রাতে দিনাজপুর থেকে বগুড়া যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে সকল প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা বিধানসহ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতীতের নির্বাচনগুলোতে কোনো অভিযোগ যেমন ছিল না, আশা করছি আসন্ন উপজেলা নির্বাচনেও কোনো অভিযোগ থাকবে না।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, জেলা নির্বাচন অফিসার মাহাবুবর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার ব্রজেন্দ্র নাথ রায় প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন