অধিনায়ক রোহিত শর্মাকে বিদায় করলেন রুবেলে

টাইগারদের গলার কাঁটা হয়ে ওঠা ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বিদায় করে দেন রুবেল হোসেন। দলীয় ৮৩ রানের মাথায় ভারত তৃতীয় উইকেট হারায়। নাজমুল ইসলাম অপুর হাতে ক্যাচ দিয়ে বিদায়ের আগে ৫৫ বলে তিনটি করে চার ও ছক্কায় রোহিত করেন ৪৮ রান।

এদিকে তৃতীয়বারের মতো এশিয়ার কাপে ফাইনালে লাল-সবুজ জার্সিধারীরা। গতবারের মতো এবারও এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের দেওয়া দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। সবশেষ রিপোর্টে উইকেটে অপরাজিত আছেন দিনেশ কার্তিক (১৬) এবং মহেন্দ্র সিং ধোনি (০)।

এর আগে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে তোলে ২২২ রান। ওপেনিং জুটিতেই এসেছিল ১২০ রান। ২২৩ রানের টার্গেটে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ইনিংসের পঞ্চম ওভারে মাশরাফি আক্রমণে আনেন নাজমুল ইসলাম অপুকে। ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শিখর ধাওয়ান। বিদায়ের আগে এই বাঁহাতি ১৪ বলে তিনটি চারের সাহায্যে করেন ১৫ রান। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। ইনিংসের অষ্টম ওভারে মাশরাফি নিজেই বোলিং আক্রমণে আসেন। তৃতীয় বলেই ফিরিয়ে দেন তিন নম্বরে নামা আম্বাতি রাইডুকে। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে রাইডু ৭ বলে ২ রান করেন।