অধ্যাপক পদ পূরণসহ ১০ দাবি ইবির শাপলা ফোরামের
ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য এক বছরের বাধ্যতামূলক শিক্ষাছুটি গ্রহণের শর্ত শিথিল করা ও শর্তহীন ১৭ বছর সবেতনে শিক্ষাছুটি প্রদানসহ ১০ দফা দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। তাদের দাবিদাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার ফোরামের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছেন তারা।
তাদের অন্য দাবিসমূহ হলো, শুন্য বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদ অনতিবিলম্বে পূরণ, শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তিনটি ইনক্রিমেন্ট প্রদানের বিষয়ে ২৫৫তম সিন্ডিকেটের ১৭নং সিদ্ধান্ত বকেয়াসহ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর করা ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান পদোন্নতি নীতিমালার আলোকে শিক্ষকদের পদোন্নতি অব্যাহত রাখা।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদিত পূর্বের নীতিমালার আলোকে শিক্ষকদের বাসা ভাড়া কর্তন অব্যাহত রাখা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বতিয়ার হাসানের আবেদনের উপর বিস্তারিত আলোচনা শেষে সুষ্ঠু ও সম্মানজনক সমাধানের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য শাপলা ফোরামের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া।
এছাড়াও সভায় শিক্ষক সমিতির শাপলা ফোরাম মনোনীত প্যানেলের সভাপতির (অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন) বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরে উদ্বেগ জানানো হয়। এ ধরনের খবর প্রচারের সাথে জড়িতদের চিহ্নিতকরণ ও দোষিদের শান্তি নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়াও শিক্ষকদের কনফারেন্স ও সেমিনারে অংশগ্রহণের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়নের মাধ্যম্যে শিক্ষকদের কনফারেন্স ও সেমিনারে অংশগ্রহণের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতকরণ দাবি জানান তারা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্লানিং কমিটির সুপারিশকে পাশ কাটিয়ে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি প্রভাষক/সহকারী অধ্যাপক পদে নিয়োগ নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ও সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। যেটি বিশ্ববিদ্যালয়ের স্টার্টিউটের 6(g) ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়। যেসকল বিভাগের ক্ষেত্রে এ ধারা লঙ্ঘন হয়েছে সেসকল বিভাগে পুনরায় প্লানিং কমিটির মতামতের ভিত্তিতে বিশেষজ্ঞ সদস্য নিয়োগপূর্বক নতুন নিয়োগের কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়।
এছাড়াও প্লানিং কমিটির মতামতের ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিষয়ভিত্তিক বিজ্ঞজনদের নিয়ে অনতিবিলম্বে বিভিন্ন বিভাগের মেয়াদত্তীর্ণ অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদের বিশেষজ্ঞ সদস্য নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের সুপারিশ প্রেরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
এ বিষয়ে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যলয়ের শিক্ষক এবং একাডেমিক সংশ্লিষ্ট বিষয়ে আমরা প্রশাসনের কাছে ১০ দফা দাবি পেশ করেছি। কর্তৃপক্ষ দাবিগুলো পূরণে আমাদের আশ্বস্ত করেছেন। যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা দ্রুত সাধারণ সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন