অনট্রপ্রেনিওর ক্লাব ইয়োথ ফোরাম ও ঢাকা ইন্টারন‍্যাশনাল ইউনিভার্সিটির সেমিনার অনুষ্ঠিত

অনট্রপ্রেনিওর ক্লাব ইয়োথ ফোরাম ও ঢাকা ইন্টারন‍্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং গ‍্র‍্যাজুয়েটদের নিয়ে পেশাদার নৈতিকতার উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে DIU এর নতুন ভবনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেকের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
অনট্রপ্রেনিওরস ক্লাবের প্রেসিডেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহ আলম চৌধুরী,অনট্রপ্রেনিওরস ক্লাবের প্রতিষ্টাতা ও নেক্সক্রাফট লিমিটেডের সিইও মোহাম্মদ শাহরিয়ার খান, অনট্রপ্রেনিওরস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও পেন্টাগন গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক অন্তু করিম।

তারা পেশাগত জীবনে কিভাবে একাডেমিক শিক্ষার সমন্বয় সাধন ও প্রয়োগ বিষয়ে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করবে সে বিষয়ে নানা দিকনির্দেশনামুলক পরামর্শ দেন শিক্ষার্থীদের।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব, ক্রেস্ট বিতরণ ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।