অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন সাবান!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/image-13732-1517551710.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অনলাইনে অর্ডার দিয়ে আইফোনের বদলে সাবান পেয়েছেন ভারতের এক ব্যক্তি। এ ঘটনায় ওই অনলাইন দোকানের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।
ভারতের দক্ষিণ মুম্বাই শহরের পার্শ্ববর্তী বাইকুলাতে ঘটনাটি ঘটেছে।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, ৫০ হাজার টাকা দিয়ে অনলাইনে আইফোন অর্ডার করেছিলেন তাব্রেজ মাহবুব নাগ্রালি (২৬)। তবে আইফোনের প্যাকেটি খুলে স্তম্ভিত হয়ে যান তিনি। কেননা আইফোনের মোড়কে কোনো আইফোন ছিল না।
ভারতের মোবাইল কেনাবেচার সবচেয়ে বড় অনলাইন দোকান ফ্লিপকার্টে আইফোনের অর্ডার করেছিলেন সফটওয়্যার প্রকৌশলী নাগ্রালি।
এ ঘটনায় বাইকুলা থানায় কোম্পানির বিরুদ্ধে একটি প্রতারণার মামলাও করেছেন তিনি।
মাহবুব নাগ্রালি জানান, জানুয়ারির ২২ তারিখে মুম্বাইয়ের পার্শ্ববর্তী তার পানভেলের বাড়িতে প্যাকেটটি পাঠানো হয়। কিন্তু ভেতরে মোবাইল নয়, ছিল একটি সাবান।
বাইকুলা থানার সিনিয়র এসআই আভিনাশ সিংহে বলেন, ‘নাগ্রালি গতকাল অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন