অনাথ শিশুদের সঙ্গে কেক কেটে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন র্যাবের
অনাথ শিশুদের সঙ্গে কেক কেটে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের শুভেচ্ছা বার্তা নিয়ে এলিট ফোর্সটির একটি প্রতিনিধিদল রাজধানীর তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চে আসে। সেখানে বটমলে হোম অনাথাশ্রমের শিশুদের নিয়ে বড়দিনের কেক কাটেন তারা। এসময় শিশুরা যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ভক্তিমূলক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে তেজগাঁও ক্যাথলিক গির্জা হোলি রোজারিও চার্চের (পবিত্র জপমালা রানীর গির্জা) সাবেক পাল পুরোহিত ও ফার্মগেট তেজকুনীপাড়ার সেন্ট জন ভিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়াসহ চার্চ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
র্যাবের অ্যাডিশনাল ডিআইজি আনোয়োর হোসেন বলেন, শান্তির উদ্দেশ্যেই যিশুখ্রিস্টের আগমন। র্যাব সর্বদা সচেষ্ট আছে যেন দেশে শান্তি বিরাজ করে। শান্তিপূর্ণভাবে দেশে মানুষ জীবন-যাপন করতে পারে। এটাই আজকের শুভেচ্ছা বার্তা। দেশের শান্তির জন্য আমরা কাজ করে যাবো। আমাদের জন্য দোয়া করবেন।
তিনি বলেন, র্যাব ডিজির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আমরা এখানে এসেছি। প্রত্যেকটা চার্চে যাচ্ছি। শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। উৎসব যার যার, আনন্দ সবার। সবাই মিলে জিনিসটা দেখা, সব ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে মেলামেশা এটা আমাদের সংস্কৃতি। সে কারণে আমরা সবাই বের হয়েছি। সবার সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন