জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অভিনন্দন
অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় কুড়িগ্রাম চ্যাম্পিয়ন
অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ ইং নীলফামারী বনাম কুড়িগ্রাম এর মধ্যে অনুষ্ঠিত বিভাগীয় ফাইনাল এ কুড়িগ্রাম অনূর্ধ্ব ১৮ দল চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লালমনিরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িগ্রাম দল নীলফামারী অনূর্ধ্ব ১৮ দলকে ২৫ রানে পরাজিত করে কুড়িগ্রাম অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। কুড়িগ্রাম দল প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। পরে নীলফামারী ব্যাট করে নেমে ১০ উইকেটে ৮৫ রান সংগ্রহ করে।
এদিকে অনূর্ধ্ব ১৮ দলের বিজয়ে সকল খেলোয়ার কোচ ও দলের ম্যানেজারকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমান। এ বিজয়ের মাধ্যমে জেলার ক্রিকেট আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন