অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান
আগামী বছরের জানুয়ারির ১৯ পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। এবারের আসরটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাদ বেগকে অধিনায়ক করে যুব বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে পিসিবি। ১৫ সদস্যের দলে থাকা আলি আসফান্দ ও মোহাম্মদ জিসানের রয়েছে পূর্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান যুব দলের প্রধান নির্বাচক সোহেল তানভির। তিনি বলেন, ‘আমি দলের ১৫ সদস্যকে অভিনন্দন জানাতে চাই যারা দক্ষিণ আফ্রিকা যাওয়ার সুযোগ পেয়েছে। এই দলের বিশ্বকাপে ভালো করার সামর্থ্য রয়েছে। দল গঠন করার সময় আফ্রিকার কন্ডিশন বিবেচনা করা হয়েছে যেটি পেস সহায়ক।’
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: সাদ বেগ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আলি আসফান্দ (সহ-অধিনায়ক), আলি রাজা, আহমেদ হাসান, আমির হাসান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, হারুন আর্শাদ, খুবাইব খলিল, মোহাম্মদ জিসান, নাভেদ আহমেদ খান, শাহজাইব খান, মোহাম্মদ রিয়াজ উল্লাহ, উবাইদ শাহ এবং শামিল হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন