অন্যদেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম : স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্যদেশে তুলনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা কম। এখন পর্য্ন্ত সারাদেশে ১৪ জন মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
এসময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার। প্যাথলজি টেস্ট বা ওষুধের কোন সংকট নেই।
মন্ত্রী বলেন, মশা দমনের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালের নয়। সিটি করপোরেশনকে এ দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সবাইকে সচেতন হয়ে নিজের ঘর বাড়ি ও আঙ্গিনা পরিস্কার-পরিছন্ন রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন