অবশেষে বশেমুরবিপ্রবিতে চালু হলো কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া!
সুদীর্ঘ প্রতীক্ষার পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়।
ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বশির উদ্দিনসহ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগসমূহের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দায়িত্ব পেয়েছে “নাসের ইন্টারন্যাশনাল”। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পরে ভাষার মাসে উদ্বোধন হলো বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের খাবারের একমাত্র ভরসা ছিল বাইরের খাবারের দোকান গুলোর উপরে। ফলে খাবারের জন্য যেমন শিক্ষার্থীদের অতিরিক্ত মূল্য গুণতে হতো,তেমনি খাবারের মান নিয়েও ছিলো প্রশ্ন।
ক্যাফেটেরিয়ার উদ্বোধনে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন হাসনাত বলেন, ক্যাফেটেরিয়া চালুতে আমরা খুবই আনন্দিত। অল্প দামে মানসম্মত খাবার পরিবেশন করা হবে এখন এটাই প্রত্যাশা।
এ বিষয়ে ক্যাফেটেরিয়া প্রশাসক ড. মোঃ বশির উদ্দিন বলেন, আমাদের চেষ্টা থাকবে সীমিত অর্থের বিনিময়ে মানসম্মত খাবার প্রদান করা।
খাবারের মান নিয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমরা শিক্ষকরাও এখানে খাব। সুতরাং, মানসম্মত খাবার দেয়া হবে বলেই বিশ্বাস করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন