অবশেষে সিরাজগঞ্জের কাজিপুরে সেই চলাচলের রাস্তা উন্মুক্ত
সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের ১শ পরিবার চলাচলের সেই রাস্তা ফিরে পেলেন। দীর্ঘ পাঁচ বছর যাবৎ রাস্তা বন্ধ করে দিয়েছিলেন ওই গ্রামের প্রভাবশালী মজিবর রহমানের পুত্র আব্দুস সাত্তার।
এ ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে ইসাহাক উদ্দিন।
এ নিয়ে গত ৬ জুন (রোববার) জাতীয় ও স্থানীয় পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ওই রাস্তায় লাগানো গাছপালা কর্তন ও রাস্তায় ঢোকার মুখে গোবর ফেলা বন্ধের নির্দেশ দেন।
বুধবার (১৬ জুন) সকালে সরেজমিন ওই রাস্তায় গিয়ে দেখা গেছে রাস্তার অনেকগুলো গাছ কেটে সরিয়ে নিয়েছেন। সেই সাথে রাস্তায় গোবর রাখাও বন্ধ করেছেন। ফলে ওই রাস্তা দিয়ে সাইকেল, রিক্সা, ভ্যান নিয়ে লোকজন আবারো চলতে শুরু করেছেন।
ওই রাস্তা ব্যবহারকারী হাজী মন্টু সরকার জানান, “এই রাস্তা ব্যবহার করে একসময় গরুর গাড়ী করে ফসলাদি বাড়ি আনতাম। কিন্ত কয়েক বছর পূর্বে ওই রাস্তা ঘেঁষে আব্দুস সাত্তাররা গাছ লাগিয়ে নিজ দখলে নিয়েছিলো। ইউএনও স্যারের নির্দেশে এখন আমরা রাস্তা পেয়ে খুব খুশি।”
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বিষয়টির সুরাহা হওয়ায় প্রায় তিনশ মানুষের চলাচলের পথ উন্মুক্ত হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, দরখাস্ত পেয়েছিলাম। এরই মধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত খবর ছাপা হয়েছে। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আমি নিজে সরেজমিনে গিয়ে রাস্তা পরিস্কারের নির্দেশনা দিই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন