অবিরাম সাড়ে তিনদশক তৃণমূল মানুষের সাথে ৩৫তম বর্ষে ইএসডিও
দেশের স্মনামধন্য উন্নয়ন সংরক্ষি ও উত্তর জনপদের গর্বিত প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন- ইএসডিও’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার ঠাকুরগাঁও জেলায় গোবিন্দনগরের সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“অবিরাম সাড়ে তিনদশক (১৯৮৮-২০২৩), তৃণমূল মানুষের সাথে: তৃণমুল মানুষের পাশে” এই শ্লোগানে অনুষ্ঠান মালায় রয়েছে সকালে জাতীয় পতাকা ও ইএসডিও পাতাকা উত্তোলন। স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল। আলোচনা সভায় ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে, তার সহধর্মীনী ও পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যাক্ষ ড. সেলিমা আখতারের সার্বিক তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন আলোচনায় অংশ নিবেন।
সন্ধায় সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করবেন অতিথিবৃন্দ। ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন-ইএসডিও ১৯৮৮ সালে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করে। সংস্থাটি গ্রামীন জনসংখ্যার সামগ্রিক উন্নয়নের জন্য জীবিকা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ, শিক্ষা, পানি ও স্যানিটেশন, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থসেবা, রান্নাঘর বাগান, বৃদ্ধি পর্যবেক্ষণ, টিকাদানের ক্ষেত্রে নিরন্তর সংশোধন করে চলেছে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নশীল চাহিদা থেকে ক্ষুদ্রঋণ, সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন, পশুসম্পদ, মৎস্য, পানিসম্পদ ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ন শিশুর উন্নয়ন কাজ করে যাচ্ছে। এছাড়াও কর্মক্ষেত্রে দারিদ্র্যমুক্ত ন্যায়সঙ্গত সমাজ নিশ্চিত করার জন্য শ্রম হ্রাস, পাচার প্রতিরোধ, মানবাধিকার, বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সাহায্যে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে সংস্থাটি। সংস্থার প্রধান কার্যালয় ঠাকুরগাঁও জেলায় অবস্থিত।
বর্তমানে প্রায় ৭ হাজার কর্মকর্তা-কর্মচারী সংস্থায় কর্মরত রয়েছেন বলে জানা যায়। বিশেষত নারীর ক্ষমতায়ন, প্রান্তিক মানুষের উন্নয়নের মূল শ্রোতধারায় সম্পৃক্তকরণ এবং সার্বিকভাবে সকল অসুবিধা মানুষের মুক্তিতে ইএসডিও’র অবিরাম যাত্রা অব্যাহত। ইএসডিও বাংলাদেশের ৮টি সিটি কর্পোরেশন, ৫১টি জেলা, ৩৩১টি উপজেলা, ১৪৩টি পৌরসভা ও ২ হাজার ৩৮৮টি ইউনিয়নে উল্লিখিত কর্মসূচী পরিচালনা করছে। আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সহযোগিী জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগের ১১৯টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে সামাজিক উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা, কৃষি, জেন্ডার, পুষ্টি, ক্ষুদ্র অর্থ, স্বাস্থ পরিবেশ, অধিকার ও শাসন, শিক্ষা ও মানব উন্নয়নের ক্ষেত্রে বি ত মানুষের সক্ষমতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রয়োজন-ভিত্তিক কর্মসূচীর লক্ষে কাজ করচে।
তাদের জীবনকে প্রভাবিত করে এমন সমস্যার সমাধান করতে এবং নিপীড়ন ও শোষণ প্রতিরোধে একে অপরের সাথে সহযোগিতা করার জন্য তাদের ক্ষমতায়ন করছে। এই ধরনের স্বপ্রবর্তিত এবং স্বায়ত্তশাসিত কর্মের উদ্যোগ এমন একটি প্রেক্ষাপটে একটি গুরুত্বপুর্ন অর্জন যেখানে বি ত মানুষ তাদের জীবিকা ও সামাজিক নিরাপত্তার জন্য নির্ভরশীল করতে নিরসলভাবে কাজ করছে। ইএসডিও গত ৩৫ বছরের উন্নয়ন যাত্রায় বাংলাদেশের উন্নয়নের সর্বোত্তম পরিস্থিতি সামনে আনতে নিরলস প্রচেষ্টার ব্রত রয়েছে। উল্লেখ্য, সমর্থিতভাবে মৌল-মানবিক চাহিদা পূরণের জন্য এসডিজি’র সকল লক্ষমাত্রাকে কেন্দ্র করে। ক্ষুধা, দারিদ্র, অপুষ্টি, নিরক্ষরতা দূরীকরণে এবং নারী-পুরুষ বৈষম্য হ্রাস, জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত মোকাবেলা, পরিবেশ উন্নয়ন, সুশাসন, সকল ক্ষেত্রে ইএসডিও কাজ করে সরকার এবং স্থানীয় সরকারের সাথে সুসমন্বয়ের মাধ্যমে। পারস্পরিক ভেদাভেদ মুক্ত-বাংলাদেশ বিনির্মানে ইএসডিও’র উন্নয়ন অভিযাত্রা অসীম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন