অবৈধভাবে বসবাস, ১৮ বাংলাদেশি গ্রেফতার মহারাষ্ট্রে
ভারতের মহারাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে।
তাদেরকে থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার স্থানীয় প্রশাসন জানিয়েছে।
পহেলা মার্চ অভিযান চালিয়ে আটক করা হয় তাদের বলে জানায় পুলিশ।
রাবালে পুলিশ স্টেশন জানিয়েছে, নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
আটকদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছেন বলেই দাবি পুলিশের।
এই ঘটনায় পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে, শুরু হয়েছে তদন্ত।
সূত্র: এনডিটিভি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন