অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেত্রী।মৃত্যুকালে সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। চলছিল কেমো। সম্প্রতি সর্বশেষ কেমো দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
শর্মিলী আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি জানিয়েছেন, তার বোনের জানাজা জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে। এরপর তার মরদেহ রাখা হবে উত্তরার বাসায়। সেখানে ঘণ্টা দুয়েক রাখা হবে আত্মীয়-স্বজনদের দেখার জন্য।
বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে শর্মিলী আহমেদকে। স্বামী রকিবউদ্দিন আহমেদের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন বোন জলি।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের সময়ের অসারণ এক অভিনয়শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগত তাদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন।
১৯৪৭ সালের ৮ মে সালে জন্ম নেয়া জনপ্রিয় অভিনেত্রী প্রথম অভিনয় করেন মাত্র চার বছর বয়সে।
ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।
১৯৬৪ সালে তিনি অভিনয়কে পেশা হিসেবে নেন।এর আগে ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন।তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।
শর্মিলী আহমেদ তৎকালীন মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন।
শর্মিলী আহমদের তানিমা নামের একটি মেয়ে আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন