অভিনেত্রীকে খুনের পর টুকরো টুকরো করল পরিচালক
ভারতে এক অভিনেত্রীকে খুনের পর টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে চলচ্চিত্র পরিচালক বালকৃষ্ণণের বিরুদ্ধে। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ওই চলচ্চিত্র পরিচালক অভিনেত্রীর স্বামী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ১৯ জানুয়ারি চেন্নাই শহরের দক্ষিণাঞ্চলের একাধিক ময়লার স্তূপ থেকে পলিথিনে মোড়ানো এক নারীর দেহাংশ উদ্ধার করে পুলিশ।
তবে মাথার অংশ খুঁজে না পাওয়ায় মরদেহটি কার তা বুঝতে পারছিল না। পরে মরদেহের হাতে দুটি ট্যাটু দেখতে পায় পুলিশ। পরে সেই সূত্র ধরেই এক ট্যাটুশিল্পীর সন্ধান পায় পুলিশ।
ওই ট্যাটুশিল্পী জানান, ওই ট্যাটুটি আঁকা হয়েছিল অভিনেত্রী সন্ধ্যার পায়ে যিনি ১৮ জানুয়ারি থেকে নিখোঁজ।
পরে পুলিশ ওই অভিনেত্রীর স্বামী বালকৃষ্ণণকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। পরে বালকৃষ্ণণ জানান, সন্ধ্যা থুতুকুড়িতে তার মায়ের কাছে গেছেন। কিন্তু সন্ধ্যা সেখানে যাননি বলে পুলিশকে জানান সন্ধ্যার মা।
পরে পুলিশের জেরার মুখে স্ত্রীকে খুনের ঘটনা স্বীকার করেন পরিচালক বালকৃষ্ণণ। একই সঙ্গে মরদেহের মাথাসহ দেহের বাকি অংশ কোথায় রাখা হয়েছে তাও জানিয়েছেন তিনি। তবে কী কারণে স্ত্রীকে খুন করেছেন তা জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন