অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের মাসকটের নাম প্রকাশ
টোকিওতে ২০২০ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের মাসকটের নাম আজ রবিবার প্রকাশ করেছে জাপান। অলিম্পিকের নীল ও সাদা রঙের মাসকটের নাম দেয়া হয়েছে মিরেইতাওয়া (MIraitow)। মিরেই মানে ভবিষ্যৎ এবং তাওয়া অর্থ (অসীম)।
প্যারাঅলিম্পিকের গোলাপি ও সাদা রঙের মাসকটটির নাম রাখা হয়েছে সোমেইটি (Someity)। জাপানের সবচেয়ে পরিচিত চেরিগাছ সোমেইওশিনো এর নাম অনুসারে মাসকটির এ নাম রাখা হয়েছে।
সূত্র: সিএনএন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন