অশ্বিন ‘স্মার্ট’ ক্রিকেটার : মুরলীধরন

সাত বছর পর পূর্ণ সিরিজ খেলতে মাঠে নামবে ভারত-শ্রীলঙ্কা। কিছুদিনের মধ্যেই কোহলির ভারত উড়ে যাবে শ্রীলঙ্কায়। এবার তিনটি টেস্ট, পাঁচটি ওয়ান-ডে ও একটি টি-২০ খেলবে ভারত-শ্রীলঙ্কা।
টেস্টে কোহলির দলের অন্যতম সেরা ভরসা রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটে-বলে তিনি জাদু দেখাতে ওস্তাদ। অশ্বিনের পারফরম্যান্সে মুগ্ধ স্বয়ং বিশ্বের সর্বাধিক টেস্ট উইকেটের মালিক মুথাইয়া মুরলীধরন।
অশ্বিনের প্রশংসায় মুরলীধরন বলেন, “সাম্প্রতিক অতীতে অশ্বিন নিজেকে অনেক উন্নত করেছে। ও দুর্দান্ত ভাল খেলেছে। ওর অভিজ্ঞতা ও ট্যালেন্ট দুই আছে। আসন্ন সিরিজেও ও ভাল করবে। আমার চোখে ও স্মার্ট ক্রিকেটার। ওর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি। ”
অন্যদিকে শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি নন দ্বীপরাষ্ট্রের এই কিংবদন্তি ক্রিকেটার। তিনি জানান, “দলটার সামপ্রিক পারফরম্যান্সে কোথাও একটা ঘাটতি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকেই দূর করতে হবে। দেশের প্রতি সুবিচার করতে হবে। একটা ভাল দিক যে, দলটা একদম নতুন। “
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















