অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে -হুইপ গিনি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Gaibandha-Pic-02.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে মিশুক ভ্যান বিতরন করা হয়েছে।
(২৬ জুলাই) বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মিশুক ভ্যান বিতরনের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মৃদুল মুস্তাফিজ ঝন্টু, জেলা যুব লীগের সাধারন সম্পাদক শাহারিয়ার খান রাজিব সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জেলা উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।
এ সময় হুইপ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পড়া দ্ররিদ্র অসহায় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির বাস্তবায়নের মাধ্যেমে বিভিন্ন সেক্টর সহ আর্থ সামাজিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ নির্মানে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।
অনুষ্ঠানে হুইপ গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের তৃণমুল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২৫জন অসহায় দু:স্থ পরিবারের মাঝে মিশুক ভ্যান বিতরন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন