অসহায় সুন্দরী বেগমকে ঢেউটিন দিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা!

একটু বৃষ্টিতেই ভাঙ্গা ঘরের চাল দিয়ে পানি পরতো, দিন শেষে একমাত্র মাথা গোঁজার ঠাই নড়বড়ে ঘরে বসবাস করাই দুরূহ ব্যাপার হয়েছিল বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী গ্রামের সুন্দরী বেগমের।

ছেলে সন্তান না থাকায় আয় রোজগারের তেমন কেউ নেই। বিষয়টি বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা জানার পর সুন্দরী বেগমকে পৌর মেয়রের নিজ অর্থায়নে অসহায় সুন্দরী বেগমকে (১৮ জুলাই) মঙ্গলবার বিকেলে বেলকুচি পৌরসভা চত্বরে তাকে ঘরের জন্য ঢেউটিনের ব্যবস্থা করে দেন।

এ ব্যাপারে সুন্দরী বেগম বলেন, ঝড় বৃষ্টিতে মাথা গোঁজার ঘরে পানিতে একাকার হয়ে যাই! কি করবো আমার ভাঙ্গা ঘর মেরামত করার সামর্থ্য নাই। মেয়র সাহেব আমার এ-ই দুরাবস্থা জানার পরে আজ আমাকে টিন কিনে দিছে।

এসময় পৌর মেয়র জানান, আমি এই অসহায় বৃদ্ধার ঘরের অবস্থা অবগত হলে আমার নিজ উদ্যোগে তাকে ঢেউটিন প্রদান করেছি এবং তাকে সাধ্যমত সহায়তাও করা হবে এবং এ ধরনের ব্যক্তিবর্গকে আমার সহায়তা অব্যাহত থাকবে। ঢেউটিন বিতরণ কালে পৌর কাউন্সিলর ফজলুল হক ফজল, সোহাগপুর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়া, সেলিম রেজাসহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমূখ।