অসুস্থ দুই অভিনেতাকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিন ধরেই নানা ধরনের রোগে ভুগছিলেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেতা জ্যাকী আলমগীর ও জামিলুর রহমান শাখা। আর্থিক সংকটের কারণে চিকিৎসাও করাতে পারছিলেন না তারা। এই দুই শিল্পীর করুণ অবস্থা দেখে শিল্পী সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়া হয়। শিল্পী সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই দুজনকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা এই দুই অসুস্থ গুণী শিল্পীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ২o লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আমরা কৃতজ্ঞ মমতাময়ী প্রধানমন্ত্রীর কাছে।’
উল্লেখ্য, ১৯৬২ সালে খসরু নোমানের পরিচালনায় ‘এই তো জীবন’ নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন জামিলুর রহমান শাখা। ১৯৬৬ সালে টিভি নাটকে অভিনয় করার সুযোগ হয়। তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় দুই’শ। টিভি নাটকের পাশাপাশি বেতারের নাটকেও অভিনয় করেছেন জামিলুর রহমান শাখা। এখন পর্যন্ত ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘আত্ম অহংকার’, ‘বীর সন্তান’, ‘জীবনঢুলি’, ‘৭১-এর মা জননী’।
অপরদিকে জ্যাকী আলমগীর ১৯৮২ সালে প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘রক্তের বন্দী’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এ পর্যন্ত সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর আগে ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গে প্রথম অভিনয়ে সম্পৃক্ত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন