অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩ মার্চ) দুপুরে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য জানান।
শায়রুল বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। পরবর্তীতে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও অনুরোধ হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















