অস্ট্রেলিয়ান বোলারদের বোলিং তোপে ভারতের করুন অবস্থা!
ঘরের মাঠে ইনিংসের শুরুতেই এমন বিপদে পড়তে হবে তা কি ভেবেছিল কোহলি বাহিনী? একেবারেই অস্ট্রেলিয়ান বোলারদের বোলিং তোপে পড়ে ভারতের করুন অবস্থা হয়েছে!
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এখন মহাবিপদে ভারত। অজি বোলিং তোপে ১১ রানের মধ্যে ফিরে গেছেন তিন টপ অর্ডার ব্যাটসম্যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের দলীয় রান ৫ উইকেটে ১৫৩।
টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানেই ধাক্কা খায় স্বাগতিকরা। আরও আশ্চর্যের বিষয় হলো, ওই ১১ রানের মধ্যেই তিনটি উইকেটের পতন ঘটে তাদের। উইকেট তিনটি পেসার কোল্টার নাইল নিলেও কোনো হ্যাটট্রিকের ঘটনা ঘটেনি। ৫ রান করে নাইলের বলে ম্যাথু ওয়েডকে ক্যাচ দেন আজিঙ্কা রাহানে। নাইলের দ্বিতীয় শিকার অধিনায়ক বিরাট কোহলি। কোনো রান করার আগেই এই বিধ্বংসী ব্যাটসম্যানের ক্যাচ অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন গ্লেন ম্যাক্সওয়েল।
একবল পরই মনীষ পাণ্ডেকে ০ রানে ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন নাইল। এই মুহূর্তে ভারতকে বিপদমুক্ত করার চেষ্টা করছেন ওপেনার রোহিত শর্মা (১৫*) এবং কেদার যাদব (১৫*)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন