অসৎ ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমি ব্যবসা বন্ধ করতে আসিনি। তবে অসৎ ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর আমরা যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদেরকে সহযোগিতা করছি তাদেরও চিহ্নিত করা হবে।’
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলে, আমাদের দেশে দুই ধরনের ব্যবসায়ী আছেন। প্রথম শ্রেণি হলেন, যারা আসলে ব্যবসা করতে চান কিন্ত মাঝে মধ্যে হোচট খেয়ে ঋণ খেলাপিতে পরিণত হন। তাদের প্রতি সহনশীল হব। আরেক ব্যবসায়ী শ্রেণি আছেন, যারা টাকা ফেরত না দেওয়ার জন্য ঋণ নেন। তাদেরকে বলছি সাবধান, সাবধান, সাবধান। তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের টাকা আদায়ে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়া হবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, বিতরণকৃত ঋণের প্রকৃত অবস্থা জানতে দেশের সকল ব্যাংকেই বিশেষ অডিট করা হবে।
তিনি বলেন, বিতরণকৃত ঋণের প্রকৃত অবস্থা জানতে সকল ব্যাংকে স্পেশাল অডিট করা হবে। ব্যাংকিং খাতে অনিয়মের সকল সত্য উদঘাটন করা হবে, আমরা সত্য জানতে চাই।’
অডিটের জন্য অর্থমন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আর্থিক বিভাগের সচিব বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই একটি কমিটি করা হবে। এই কমিটির তদারকিতে সব ব্যাংকে অডিট পরিচালনা করা হবে। অডিটের জন্য তিনটি ফার্মকে দায়িত্ব দেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন