অাফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪০
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় আহত হয়েছে আরও ৪৫ জন। আহতদের অনেকের অবস্থা অাশঙ্কাজনক; সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
কাবুলের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে এশার নামাজের সময় কাবুলের পূর্বাঞ্চলের ইমাম জামান মসজিদে ওই হামলা চালানো হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আলিমাস্ট মোমেন্ড এপি’কে জানান, হামলাকারী মসজিদের ভিতর প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।
কাবুলের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, অন্তত ৪০ জনের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি।
সম্প্রতি আফগানিস্তানে হামলার দায় স্বীকার করে আসছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
সূত্র : ইনডিপেনডেন্ট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন