‘আই অ্যাম শিউর, এটা জামায়াতের কাজ’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/muhit-220170602155731.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দাবি করেছেন, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর লোকেজন জড়িত। দলটি বাংলাদেশের শত্রু, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।
সোমবার সচিবালয়ে বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করছে সরকার এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ঘোলা পানিতে মাছ শিকার করছে? গভমেন্ট ইজ নট ইনভলবড অ্যাট অল। যদি বিএনপি এটা বলে থাকে, তাহলে এটা জামায়াতের মানুষ হবে। আই অ্যাম শিউর, গট ইট। খোঁজ নিয়ে দেখুন এটা জামায়াতের কাজ হবে।’
মুহিত বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠী যেখানেই আছে, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দে আর এ থ্রেট টু দ্য ন্যাশনস সিকিউরিটি। তাদের জন্য যে ব্যবস্থা আমাদের সরকার নিয়েছে, এটাই সঠিক ব্যবস্থা।’
জামায়াতকে নিষিদ্ধ করা হবে কিনা এমন আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা করা হচ্ছে। তবে আমার মনে হয়, এটা করা মুশকিল আছে।’
তিনি বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠীকে যেখানে পাওয়া যাচ্ছে, জাস্ট এলিমিনেট দেম। ইতিমধ্যে এদেশে যারা চরমপন্থী তাদের বিরুদ্ধে যে স্টেপস গ্রহণ করা হয়েছে, দুনিয়ার কোনো দেশেই এমন পদক্ষেপ নেয়া হয়নি। তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং শাস্তি দেয়া হচ্ছে।’
পুলিশের উপস্থিতিতে ড. জাফর ইকবালের ওপর এমন হামলার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ওয়েল, সেটা পুলিশ ঠেকাতে পারে নাই, কী করা যাবে? তার চেহারা দেখে তো আর বোঝা যায় না, সে তো ছুরি মেরেছে। ছুরি এমন একটা জিনিস, সেটা লুকানো অনেক সহজ। রাম দা টাম দা হলে হয়তো পুলিশ ধরতে পারত।’
তিনি বলেন, ‘ইটস ভেরি স্যাড, আমি যখন শুনলাম তার (জাফর ইকবাল) ওপর আক্রমণ হলো তখন আমার ইমিডিয়েটলি রিঅ্যাকশন হলো- এবার বোধ হয় তাকে আমরা হারাতে যাচ্ছি। নট দ্যাট বাট। এরপরে ইট উইল বি ভেরি ডিফিক্যাল্ট। তার ছেলেমেয়ে আছে। ফলে এটা অনেক অসুবিধা হয়ে যেত।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন