আইনি জটিলতা শেষ হলেই ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/1-17-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়! হাসিনা দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সে রঙ হেডেড ছিল।
বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আমরা সহ্য করব না।
যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
লন্ডনের রিজেন্ট লেক বেংকুয়েটিং হলে শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক জগন্নাথপুরের কৃতি সন্তান কয়ছর এম আহমদ, যুগ্নসাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল ও স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসাইনসহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন