আইপিএলে দল পেলেন না মুশফিক
গত দুই বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিকুর রহীম। তার ব্যাটটা যেন এখন রানমেশিন। কিন্তু আইপিএলের নিলামে সাম্প্রতিক ফর্মটা বিবেচনায় এলো না একেবারেই।
বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে আরও একবার আইপিএলের বাইরেই থাকতে হচ্ছে মুশফিককে।
জয়পুরে চলছে ২০১৯ আইপিএলের নিলাম। দলগুলো তাদের খেলোয়াড় ধরে রাখা আর ছেড়ে দেয়ার কাজটি আগেই সেরে নিয়েছে। তবে এখনও ৭০ জনের জায়গা খালি আছে। যার জন্য লড়ছেন ৩৫১ জন খেলোয়াড়।
মুশফিকুর রহীম বাদ পড়ে যাওয়ায় এখন বাংলাদেশ থেকে নিলামে রইল কেবল একজনের নাম-মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন। রিয়াদেরও ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
প্রসঙ্গত: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার আগেই রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মোস্তাফিজুর রহমানকে এবার দেখা যাবে না আইপিএলে। বিসিবির কাছ থেকে বিদেশি লিগ খেলার ছাড়পত্র না পাওয়া কাটার মাস্টারকে ছেড়ে দিয়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন