‘আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে’
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে।
তিনি আজ শনিবার সকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
শাজাহান খান বলেন, আজকের বিজয় দিবসেই বিএনপি-জামায়াতকে পরাজিত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনার শপথ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদকে সমর্থন করে তাদের হাতে আওয়ামী লীগ কখনই পরাজয় বরণ করবেও না। বরং আগামী নির্বাচনে জয় লাভ করে বিজয়ের উল্লাস মেতে উঠবে আওয়ামী লীগ।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজউদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন