আগামী বছর আকাশে দেখা যাবে ভূত!‌

আগামী বছরের হ্যালোইনে আর কুমড়ো লণ্ঠন নিয়ে ভুত সাজতে নাও হতে পারে। আকাশের দিকে তাকালেই তারা হয়ত বা সাক্ষাৎ ভুতের দেখা পেরে পারে।

কারণটা আর কিছুই নয়, নাসার মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী নভেম্বরে ফের পৃথিবীর আকাশে দেখা মেলার সম্ভাবনা আছে হ্যালোইন গ্রহাণু ২০১৫ টিবি ১৪৫’র। ২১০০ ফুট চওড়া, কাঠকয়লার মতো ঘন কালো আণবিক পদার্থে মোড়া এই গ্রহাণুটি দেখতে অনেকটা করোটি বা মাথার খুলির মতো।

ঘন কালো পদার্থের জন্য এই করোটি গ্রহাণু থেকে মাত্র ৬ শতাংশ আলোই প্রতিফলিত হতে পারে। সেজন্যই গত ২০১৫ সালের ৩১ অক্টোবর যখন পৃথিবীর কাছাকাছি এসেছিল গ্রহাণুটি তার রূপ এবং আকার দেখে এই নাম দিয়েছিলেন বিজ্ঞানীরা।

কিন্তু তখন সাধারণ মানুষের দৃষ্টির নাগালে আসেনি হ্যালোইন গ্রহাণু। চাঁদের কক্ষপথের থেকে কিছুটা দূর দিয়ে বেরিয়ে যায় সে। তবে ২০১৮ সালের নভেম্বরে বোধহয় পৃথিবী ভ্রমণের সেই অপূর্ণ স্বাদ পূরণ করতে চায় ২০১৫ টিবি-১৪৫। তখন সূর্যের কাছাকাছি থাকবে গ্রহাণুটি। ফলে নভেম্বরে হ্যালোইনের সময় আকাশে তাকালেই দেখা মিলতে পারে ভুতুড়ে গ্রহাণুর।