আজ থেকেই রোজা রাখছেন চাঁদপুরের ৪০ গ্রামের মানুষ
চাঁদপুর: জেলার ৪০টি গ্রামের মুসল্লিরা এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শনিবার রোজা রেখেছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আবু যোফার জানান, এই দরবার শরিফের অনুসারী হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার ৪০টি গ্রামের লক্ষাধিক মুসল্লি শনিবার থেকে রোজা পালন করবেন। চন্দ্রমাস হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা রোজা শুরু করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৩২ সাল থেকে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা ইসহাক (রহ.) চন্দ্রমাস হিসেব করে এবং সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরে রোজা ও দুই ঈদ পালনের প্রচলন শুরু করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন