আজীবন নিষিদ্ধ হচ্ছেন শারজিল-লতিফ
ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আজীবন নিষিদ্ধ হতে চলেছেন পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। দু’জনের বিরুদ্ধেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ব্রেকঅর্ডারের দেওয়া তথ্য অনুযায়ী, শারজিল ও লতিফ দু’জনকেই আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির আইনি বিভাগের সূত্র জানিয়েছেন, ‘শারজিল ও লতিফের ব্যাপারে আমাদের তদন্ত শেষ হয়েছে। ফিক্সিংয়ের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল। আমরা লিখিতভাবে পিসিবির কাছে অনুরোধ জানিয়েছি তাদের নিষিদ্ধ করার জন্য।’ শেষবার পিএসএলে শারজিল ও লতিফ দু’জনই খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। ফিক্সিংয়ের অভিযোগ উঠলে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
পরে পিসিবি জানায়, পিএসএলকে কলঙ্কিত করতে একটি আন্তর্জাতিক চক্র অবৈধ টাকার লেনদেন করছে। বিষয়টি খতিয়ে দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট ও আকসু। অভিযোগ পাওয়ায় শারজিল ও লতিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। শেষ অবধি প্রমাণ মিলেছে শারজিল ও লতিফের ম্যাচ ফিক্সিংয়ের। আর সেকারণেই তাদের আজীবন নিষিদ্ধ হতে হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন