আত্মঘাতী আমি || অনিন্দ্য আসাদ
আত্মঘাতী আমি
অনিন্দ্য আসাদ
তোমাদের সবাইকে অবাক করেই
আজো আমি বেঁচে আছি,
সত্যিকার অর্থে আমার এ বাঁচার ভেতর
কোনো স্বপ্ন নেই
কোনো জাগতিক ছোঁয়া নেই,
জীবনের জন্যে বেঁচে থাকা নয়,
বাঁচার জন্যই কেবল
আমি বেঁচে আছি।
হৃদয়ের সাথে শরীর ঘষিয়ে
আমাকে জ্বালাতে হয়
জীবন চুলোর আগুন,
আমি আর পারছিনা
স্বপ্নের দর্পণে দেখতে পাইনা নিজেকে,
পার্থিব আঘাতে বিচূর্ণ করেছি
স্বপ্নের সোনালী আগামী।
আমিযে আত্নহরণকারী
আবেগময় হৃৎপিন্ডটিকে
মালার মতন পড়িয়ে দিয়েছি
ক্ষুধার্ত স্বার্থের শকুনের গলে,
তাই আমি আজ হয়েছি আবেগহীন,
চোখের সামনে হত্যাকান্ড দেখলেও
আমি নিজে অবাক হইনা।
দুচোখের মণি তুলে নিয়ে
সেখানে গেঁথেছি অচল পাথর,
সুন্দর অসুন্দরের বিভেদ
বুঝতে পারিনা মোটেও,
সবকিছু একই রকম মনেহয়
কেনযে এমন হলো
এর জন্যে দায়ীই বা কে?
দায়ী আর কেউ নয়
আমার জন্যেই আমি দায়ী,
আমিযে আত্মধ্বংসকারী
আমিযে আত্মহরণকারী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন