‘আবদুল্লাহসহ সাত জঙ্গি আত্মসমর্পণে রাজি’
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় বাঁধন রোডের ভবনে থাকা ‘জঙ্গি’ আবদুল্লাহসহ সাতজন আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মুফতি মাহমুদ খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে ওই সাতজন আত্মসমর্পণ করবে বলে জানা গেছে।
মুফতি মাহমুদ বলেন, ‘গতকাল সোমবার রাত থেকে দারুস সালাম এলাকায় বাঁধন রোডের ছয়তলা ভবনটি ঘিরে রাখা হয়। আমাদের প্রথম টার্গেট ছিল ওই ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে নিয়ে আসা। তা আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই সম্ভব হয়। এরপর কাজ ছিল নেগোশিয়েশন করে জঙ্গিদের আত্মসমর্পণে রাজি করানো। এ কারণে জঙ্গি আবদুল্লাহর সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হয়। আবদুল্লাহ স্বজনদের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করা হয়।’
মুফতি জানান, ৬টা বাজার ১০ মিনিট আগে আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা যায়। তিনি জানিয়েছেন, তিনিসহ সাতজন আত্মসমর্পণ করবেন। শর্তসাপেক্ষে তিনি তাঁর স্ত্রী ও সন্তানকে বারান্দায় পাঠান। ’
মুফতি বলেন, ‘তবে আগামী এক ঘণ্টার মধ্যে তাঁর মানসিক অবস্থার পরিবর্তন যদি হয়, অন্য কোনো কিছুর পরিকল্পনাও তাঁর থাকতে পারে। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি রেখেছে।’
এর আগে র্যাব জানিয়েছে, ওই ভবনের ২৩টি ফ্ল্যাট থেকে ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জন নারী, ২৬ জন পুরুষ ও ১৫টি শিশু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন