‘আদালতে বাংলায় রায়’ প্রদান নিয়ে যা বললেন প্রধান বিচারপতি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/প্রধান-বিচারপতি-ওবায়দুল-হাসান.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলায় রায় দেওয়া প্রসঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, অধিকাংশ আইনের বই ইংরেজিতে। তবে ১৯৮৪ সালের পর থেকে যতগুলো আইন প্রণীত হচ্ছে, সবগুলো বাংলায়।
এর আগে যতগুলো আইন আছে, সব ইংরেজি। ইংরেজি থেকে বাংলা করা কঠিন কাজ না। তবে আবার খুব সহজও নয়। কারণ আইনের ভাষাগুলো একটু ভিন্নরকম।
শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
ওবায়দুল হাসান বলেন, বাংলায় রায় দিতে গেলে, ইংরেজি আইনগুলোকে শব্দান্তর করা না গেলেও ভাষান্তর করতে হবে। সেটা উদ্যোগ নিতে হবে সরকারকে। আমি আশা করি সরকার এ বিষয়ে উদ্যোগ নেবেন। আইন মন্ত্রণালয়ও উদ্যোগ নেবে ইংরেজি আইনগুলোকে ভাষান্তর করার। তাহলে বাংলায় রায় লেখা সহজ হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন