আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপস্থাপনায় জাহারা মিতু
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসছে ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর দেশের তিনটি ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর সিলেটের জেলা স্টেডিয়ামে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। অনুষ্ঠিতব্য এ খেলাগুলো বাংলাদেশ টেলিভিশন, নাগরিক ও মাছরাঙা টেলিভিশনসহ অংশগ্রহণকারী ৬টি দেশের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। মাঠে উপস্থিত থেকে সবগুলো ম্যাচের উপস্থাপনা করতে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জাহারা মিতু।
এ টুর্নামেন্টে দুটি গ্রুপে বাংলাদেশ, প্যালেস্টাইন, ফিলিপাইন, লাওস, নেপাল ও তাজিকিস্তান জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। গ্রুপ এ-তে প্যালেস্টাইন, নেপাল ও তাজিকিস্তান এবং গ্রুপ বি-তে স্বাগতিক বাংলাদেশ, ফিলিপাইন ও লাওস অংশগ্রহণ করবে।
১ থেকে ৬ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলা, ৯ ও ১০ অক্টোবর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, কক্সবাজারে দুটি সেমিফাইনাল এবং ১২ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট উপস্থাপনা করতে যাওয়ায় দারুণ উচ্ছ্বসিত জাহারা মিতু বলেন, ‘এই প্রথম কোনো বিচাল আয়োজনের এ আন্তর্জাতিক টুর্নামেন্টে উপস্থাপনা করছি। বিশ্বকাপ ফুটবলের সময় দুটি ভিন্ন চ্যানেলে ফুটবল নিয়ে উপস্থাপনা করলেও এই প্রথম মাঠ পর্যায়ে কাজ করব এবং তাও পুরোপুরি ইংরেজিতে তাই আগের থেকে এই কাজটি অনেক বেশি চ্যালেঞ্জিং।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন