আন্তর্জাতিক সাফল্য বয়ে আনবেন পুলিশ সদস্যরা: ডিএমপি কমিশনার

পুলিশের খেলোয়াড়রা শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীর গঠন, ভারোত্তোলন ক্লাবের সভাপতি খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীর গঠন, ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২২ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীরগঠন, ভারোত্তোলন ক্লাবের সাধারণ সম্পাদক এম ফয়জুর রহমান।

উদ্ধোধনী বক্তব্যে প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা জাতীয়ভাবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রাখছেন। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এটি বাংলাদেশ পুলিশের অন্যতম সেরা সাফল্য।

টুর্নামেন্টে ৪টি ইভেন্টে বাংলাদেশ পুলিশের ১৭টি ইউনিট (ডিএমপি, এপিবিএন, সিএমপি, ঢাকা রেঞ্জ, রাজশাহী রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, রংপুর রেঞ্জ, সিলেট রেঞ্জ, আরএমপি, শিল্প পুলিশ, এসবি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, টেলিকম, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ একাডেমি ও বরিশাল রেঞ্জ) অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ১২৯ জন খেলোয়াড় ৩১টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করবেন।

উদ্ধোধনী খেলায় বক্সিং (পুরুষ, ৭১ কেজি)-এ ডিএমপি সদস্য হাবিবুর রাজশাহী রেঞ্জের তুষারকে পরাজিত করেন। বক্সিং (নারী, ৫২ কেজি)-এ ডিএমপি সদস্য তানিয়া রাজশাহী রেঞ্জের বৃষ্টিকে পরাজিত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।